Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০৪। কি সেবা প্রদান করা হয় : উপজেলার মাধ্যমিক পরযায়ের সকল স্কুল / মাদ্রাসায় শিক্ষক নিয়োগে সহায়তা করা হয়। মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পরযায়ে উপবৃত্তি প্রদান কারযক্রম সুষ্ঠুভাবে বিতরণ কারযক্রম তদারকি / সহায়তা প্রদান করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে বিভিন্ন তথ্যাদি আদান প্রদান করা হয়।

 

০৫। সেবা ও ধাপসমুহ : মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ী পরযায়ের সরকার কর্তৃক উপজেলা পরযায়ে প্রেরিত বিনা মূল্যের পাঠ্য পূস্তক সংরক্ষণ, গুদামজাত করণ এবং প্রতিষ্ঠান পরযায়ে বিতরণ কারযক্রমপরিচালনা ওতদারকি করা হয়।

 

০৬। সিটিজেন চার্টার : উপরোক্ত ০৪ ও ০৫ এর কারযক্রম সমূহ০৭। গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ নামসহ : ০১। সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট। ০২। উচ্চ মাধ্যমিক পরযায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (পরযায় ৪)।